কোড-১৯ ও বিডিওএসএনের মধ্যে সমঝোতা চুক্তি সই

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন ও কোড-১৯ এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল রোববার (১৪ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ চুক্তি সই হয়।

দুই প্রতিষ্ঠানের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইভেন্ট অর্গানাইজেশন, ট্রেইনিং প্রোগ্রাম ও বিভিন্ন প্রজেক্ট কার্যক্রমগুলো যৌথভাবে পরিচালনা করাই এ চু্ক্তির লক্ষ্য। অনুষ্ঠানে কোড ১৯ এর পক্ষ থেকে ইমতিয়াজ ফারহান বিন হাবিব, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট; ড. ইমরান মো. আমিন, উপদেষ্টা, শিক্ষা; ইয়াহিয়া মো. আমিন, ডিরেক্টর স্ট্রাটেজি ও জেবিন তাসনিম, অ্যাসিসটেন্স বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার যুক্ত ছিলেন।

আর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর পক্ষে যুক্ত ছিলেন সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রকল্প পরিচালক জাহানারা আমির, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের আইওটি ডিভিশনের জুনিয়র ইন্জিনিয়ার মাহেরুল আজম কোরেশী, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর আইসিটি কোঅর্ডিনেটর মিশাল ইসলামসহ অন্য সদস্যরা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। তার সহযোগিতায় ছিলেন মাহেরুল আজম কোরেশী।

Source: https://rb.gy/s2rivc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *